04/19/2025 বাংলাদেশ ঘরের মাঠে সবার চেয়ে সেরা
odhikarpatra
৯ ডিসেম্বর ২০২২ ০৯:৩৪
২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারের স্বাদ নেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে ঘরের মাঠে সিরিজ জয়ের শতকরা হিসেবে এখন সবার উপরে টাইগাররা।
গতরাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করে তালিকায় সবার উপরে নিজেদের জায়গা ধরে রাখে বাংলাদেশ।
২০১২ সালের ডিসেম্বর থেকে ঘরের মাঠে ৫৭ ওয়ানডে খেলে ৪১টিতে জয় ও ১৫টিতে হারের স্বাদ পায় বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। শতকরা জয় ৭১ দশমিক ৯২।
বাংলাদেশের পরেই আছে অস্ট্রেলিয়া। ৪০টিতে জিতে শতকরা ৭০ দশমিক ১৮ জয় তাদের। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের মাধ্যমে তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। ৫৫টি ম্যাচ জিতে কিউইদের শতকরা জয় ৬৭ দশমিক ৯০।
২০১২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশসহ ১০ দলের জয়-হার পরিসংখ্যান :
দল ম্যাচ জয়/হার টাই পরিত্যক্ত শতকরা জয়
বাংলাদেশ ৫৭ ৪১ ১৫ ১ ৭১.৯২
অস্ট্রেলিয়া ৫৭ ৪০/১৬ ০ ১ ৭০.১৮
নিউজিল্যান্ড ৮১ ৫৫/২০ ১ ৫ ৬৭.৯০
আফগানিস্তান ৭০ ৪৭/২১ ১ ১ ৬৭.১৪
দক্ষিণ আফ্রিকা ৭৬ ৫১/২২ ০ ৩ ৬৭.১১
ভারত ৭৪ ৪৭/২৫ ১ ১ ৬৩.৫১
ইংল্যান্ড ৭৭ ৪৮/২৪ ১ ৬ ৫৯.৭৪
পাকিস্তান ৫২ ২৭/২২ ১ ২ ৫১.৯২
শ্রীলংকা ৮৩ ৪১/৩৭ ০ ৫ ৪৯.৪০
ওয়েস্ট ইন্ডিজ ৬১ ২৪/৩২ ১ ৪ ৩৯.৩৪