04/25/2025 ইরানের তৈরি ১৩টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন
odhikarpatra
১৬ ডিসেম্বর ২০২২ ০৩:৫৯
ক্রিসমাস ডে উপলক্ষে হামলা জোরদার না করার প্রতিশ্রুতি দেওয়ার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ যুদ্ধ প্রশ্নে রাশিয়ার নেতাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে একটি আদালত প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইউরোপীয় নেতাদের আহ্বান জানানোর পর এসব ড্রোন হামলা চালানো হলো।
ইরানের তৈরি এসব অস্ত্রের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসীরা আজ সকালে কিয়েভের বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের তৈরি ‘শাহেদ’ নামের ১৩টি ড্রোন ব্যবহার করে।’
তিনি আরো বলেন, ‘১৩টি ড্রোনের সবক’টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।’তিনি বাসিন্দাদের বিমান হামলার সাইরেনের ব্যাপারে মনোযোগ রাখার আহ্বান জানান।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইউক্রেনার্গো জানায়, এসব হামলায় বিদ্যুৎ অবকাঠামোর কোন ক্ষতি হয়নি। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ‘দক্ষতাপূর্ণ’ কাজের জন্য এমনটা সম্ভব হয়েছে। এর কৃতিত্ব সম্পূর্ণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর।
ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে বিগত ১০ মাসে ইউক্রেন প্রায় ভয়াবহ বিমান হামলার শিকার হয়।