04/22/2025 ফেসবুকে যে পোস্ট বিপদে ফেলবে আপনাকে
gazi anwar
৭ আগস্ট ২০১৭ ২১:২৩
পরে বোঝা গেল, ছবিটি আসল, ছবিটিকে ব্যবহার করে যে তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা। গৃহপরিচারিকাকে মোটেও দাঁড় করিয়ে রাখেননি সাকিব বা তাঁর স্ত্রী। বরং একই টেবিলে সাকিবের স্ত্রী উম্মে শিশিরের পাশে বসে সেদিন বিয়ের নেমন্তন্ন খেয়েছে সেই শিশু গৃহপরিচারিকা।
এই খবর মূল ধারার কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সাকিব মামলা করে দিতে পারতেন। ক্ষতিপূরণ চাইতে পারতেন। প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা প্রকাশ করতে হতো পত্রিকাটিকে। সামাজিক মাধ্যমে শুধু পোস্ট মুছে ফেলার চলই আছে। অনেকে পোস্ট মোছেনও না। কেউ কেউ আগের পোস্টে ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেও বেশির ভাগই এর ধার ধারেন না।
কিন্তু আপনি জানেন কি, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ করে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট দিলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। যদি যথেষ্ট তথ্য-প্রমাণ আপনার হাতে না থাকে, আপনি পড়ে যেতে পারেন ঝামেলায়। কী বলছে প্রচলিত আইন? ফেসবুকে এ ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করার আগে আমাদের কী কী বিষয় খেয়াল রাখা উচিত, তা জেনে রাখা তাই ভালো। শুধু নিজে সতর্ক থাকতে নয়; প্রতিকার পেতেও। কারণ, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো বা অপমানের শিকার হতে হচ্ছে অনেককে।
মতপ্রকাশের অধিকার আছে সবার। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তা লিখে ফেলা নয়। স্বাধীনতা অনেক পবিত্র একটি শব্দ, যা একই সঙ্গে অনেক দায়িত্বও নিয়ে আসে। মতপ্রকাশের সময় এই দায়িত্ববোধের ব্যাপারটি বোঝেন না অনেকে।