04/25/2025 বিষাক্ত মদ পানে ভারতের বিহারে ৩৭ জনের মৃত্যু
odhikarpatra
১৮ ডিসেম্বর ২০২২ ০৮:৫৯
ভারতের বিহারসহ বেশ কয়েকটি রাজ্যে মদ তৈরি, বিক্রি ও সেবন নিষিদ্ধ। ফলে সেখানে নি¤œমানের মদের একটি রমরমা চোরাই বাজার গড়ে উঠেছে। এসব মদ খেয়ে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।
এ ঘটনায় মৃতদের পরিবার জানায়, কয়েকটি গ্রামের লোকেরা সোমবার একটি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে স্থানীয়ভাবে তৈরি ‘মহুয়া’ বা ‘দেশী দারু’ নামে পরিচিত মদ পান করে।
মদ পান করার পর অনেকেই পেটব্যথা ও চোখে দেখতে না পাওয়া এবং বমি আসার অভিযোগ করেন। বৃহস্পতিবার নাগাদ আরও ২০ জন মারা যায় এবং শনিবার কয়েক ডজন লোককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, গত ৪৮ ঘণ্টায় দুই ডজনেরও বেশি মানুষ বিষাক্ত মদ পানে প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৭ জন।
তবে তিনি কিছু স্থানীয় মিডিয়া রিপোর্টে মৃতের সংখ্যা ৭১ জনের তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।
পুলিশ গত তিন দিনে অবৈধ মদ তৈরি ও বিক্রির অভিযোগে ১০০ জনেরও বেশি লোককে আটক করেছে এবং ৬০০ লিটার নি¤œমানের মদ জব্দ করেছে।