10/29/2025 নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সুশীল সমাজের প্রতি মোমেনের আহ্বান
odhikarpatra
২৮ December ২০২২ ০৯:১৩
সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নারীর রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারীর আইনি অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, "আমরা দেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ নিয়েছি কারণ জনসংখ্যার অর্ধেককে পিছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।"
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালনের সরকারের আজকের সিদ্ধান্তের প্রশংসা করেন।
মোমেন বলেন, বর্তমান সরকার সম্ভাব্য সব উপায়ে প্রবাসী বাংলাদেশীদের সম্মান অক্ষুন্ন রাখতে এবং দেশ-বিদেশে তাদের দুর্ভোগ লাঘব করতে চায়।