04/25/2025 ৪৫টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন
odhikarpatra
২ জানুয়ারী ২০২৩ ০৮:৫৫
নববর্ষের প্রাক্কালে, মস্কো ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য নগরে ক্ষেপণাস্ত্র ও ইরানের তৈরি ড্রোন হামলা করে।
ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে বিমান প্রতিরক্ষা ৪৫টি ‘শাহেদ’ ড্রোন ধ্বংস করেছে। খবর এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়, ২০২২ সালের শেষের দিকে ১৩টি এবং নতুন বছরে আরও ৩২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষ কোন ড্রোন তাদের লক্ষ্যে পৌঁছেছে কিনা জানায়নি।
কিয়েভ পুলিশের প্রধান আন্দ্রি নেবিটভ ফেসবুকে রুশ ভাষায় ‘শুভ নববর্ষ’ লিখিত একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন।