04/22/2025 নেইমার যাননি তিনবার বিশ্বকাপজয়ী পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে
sabuj
৩ জানুয়ারী ২০২৩ ১২:৪৩
তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাবেন না, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে। পেলের শেষকৃত্যে নেইমারের পক্ষ থেকে তাঁর বাবা উপস্থিত আছেন । ব্রাজিলের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।