04/20/2025 ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষ অনুরোধ সেতুমন্ত্রীর
odhikarpatra
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৯
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর দপ্তর ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে আজ সকালে সচিবালয়স্থ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত Mrs. Marie Masdupuy সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় এবং ফ্রান্সের মানব্যর রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অঁদ্রে মালরোর ভূমিকা নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ Mr. Saint Cheron এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বলে মন্ত্রী জানান।