04/26/2025 আইফেল টাওয়ার ইউক্রেনের রঙে সজ্জিত
odhikarpatra
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৯
প্যারিস, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ : রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে বৃহস্পতিবার ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার। সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক, ফরাসী রাজধানীর এই টাওয়ারটি। উপরের অংশে নীল আর নীচে হলুদ আলোয় ¯œাত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে। খবর এএফপি’র। এদিকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে প্রদান করা হবে।