04/20/2025 আরেকদফা বাড়লো বিদ্যুতের দাম
জবি প্রতিনিধি
২ মার্চ ২০২৩ ০৯:৪৪
এক মাসের মধ্যে আবার বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। সরকারের নির্বাহী আদেশে আজ মঙ্গলবার রাতেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়তে পারে। মার্চ মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ রাতেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।
বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানো হলে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হবে বিদ্যুতের দাম।