04/26/2025 ইরানে মেয়েদের ১০টি স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগ
অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৩ ১০:২৭
আজ অন্তত ১০টি স্কুলকে লক্ষ্য করে এই বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়। এর মধ্যে সাতটি স্কুল উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর আরদাবিলের আর তিনটি রাজধানীর তেহরানে।
বার্তা সংস্থা তাসনিম জানায়, আরদাবিলে এ ঘটনায় ১০৮ ছাত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের বরাত দিয়ে বার্তা সংস্থা ফারস জানায়, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় পার্শ্ববর্তী এলাকা তেহরানসারের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হয়েছে।
ফারস আরও জানায়, নিরাপত্তা বাহিনী তিনজনকে আটক করেছে। এ ধরনের বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনায় এই প্রথম কেউ আটক হলেন।
ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির মুখপাত্র জাহরা শেইখ বলেন, গত বছরের নভেম্বরে থেকে রহস্যময় এ বিষক্রিয়ার ঘটনা শুরু হলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০০ জনই তেহরানের দক্ষিণে পবিত্র কোম শহরের।