04/22/2025 ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল প্রকাশ,নতুন মুখ ৩
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৩ ১০:৩৫
ওডিআই দল প্রকাশের পর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন মুখ তৌহিদ হৃদয়,তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
দলের তিন নতুন মুখ রেজাউর, তৌহিদ, তানভীর পেয়েছেন বিপিএলের পারফরম্যান্সের পুরস্কার। রেজাউর ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন। ১২ ম্যাচ খেলা বাঁহাতি স্পিনার তানভীর ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। তৌহিদ তো ১২ ইনিংসে ৪০৩ রান করে বিপিএলে তাক লাগিয়ে দিয়েছেন, তাঁর স্ট্রাইক রেট ছিল ঈর্ষণীয় (১৪০)
ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।