10/29/2025 অজিদের ভারত জয়
নিজস্ব প্রতিবেদক
৩ March ২০২৩ ২৩:০৩
দীর্ঘদিন পর ভারতের মাটিতে টেস্ট জয় পেলো অস্ট্রেলিয়া দল। সর্বশেষ ৬ বছর আগে তারা ভারতের মাটিতে জিতেছিল।৭৬ রানের জয়ের লক্ষ্য ধীরে-সুস্থে ছুঁয়ে ৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিয়েছে তারা। ৫৫ টেস্ট খেলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এটি ১৪তম জয়।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য মাত্র ৭৬, তা-ও ভারতীয় দলের শরীরী ভাষায় ফুটে বের হচ্ছিল আত্মবিশ্বাস। এর কারণ অবশ্যই ইন্দোরের হলকার স্টেডিয়ামের উইকেট। যেখানে গত দুই দিনেই উইকেট পড়েছে ৩০ উইকেট। চতুর্থ ইনিংসে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের পক্ষে নাগপুর কিংবা দিল্লির মতো কিছু একটা করে ফেলা অসম্ভব কিছুই নয়—আত্মবিশ্বাসের আরও একটি কারণ এটি। কিন্তু অস্ট্রেলিয়া ইন্দোরে ‘অসম্ভব’ কিছু করতে দেয়নি ভারতকে। দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যান ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। হেড ৫৩ বলে ৪৯ আর লাবুশেন ৫৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।