10/28/2025 অস্ট্রেলিয়ায় সাবনুরের সাথে দেখা করলেন পূর্ণিমা
নিজেস্ব প্রতিবেদক
৪ March ২০২৩ ২১:৪৯
ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর হলো তাঁদের দেখা হয় না। সম্প্রতি সপরিবার অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে গিয়েছেন পূর্ণিমা। আর সিডনিতেই থিতু হয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ায় ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল পূর্ণিমার। অন্যদিকে পূর্ণিমার সিডনিতে অবস্থানের খবরে তাঁকে ‘হারিকেন জ্বালিয়ে’ খুঁজছিলেন শাবনূর। এই প্রতিবেদক ও পারিবারিক বন্ধু আমিন শাহীনের আমন্ত্রণে তাঁর বাড়িতেই এক হন এই দুই তারকা। পূর্ণিমার সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে আসেন শাবনূর।