04/22/2025 সিরিয়া ও তুরস্কের জন্য ত্রাণ পাঠালেন রোনালদো
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২৩ ০৫:১৫
সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প-দুর্গত মানুষের জন্য বিমানভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছেন । সৌদি আরবের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ তারকা দুটি দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় এই সাহায্য পাঠিয়েছেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, বাসস্থানের জন্য তাঁবু খাটানোর সামগ্রী, খাদ্যদ্রব্য, বালিশ, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।
গত মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রচুর লোক হতাহত হন। বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তুরস্কে ৪৪ হাজারের বেশি ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি লোক মারা যান। তুরস্কের ১১টি প্রদেশে প্রায় ৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছেন এবং ১ লাখ ৬০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘মেইল অনলাইন’ ও ‘মার্কা’ জানিয়েছে, পর্তুগিজ কিংবদন্তি অর্থ দিয়ে ত্রাণসামগ্রী কিনে সেসব পরিবহনের ভাড়াও দিয়েছেন। এতে প্রায় সাড়ে ৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা) খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কা।
স্কাই স্পোর্টস জানিয়েছে, ২৬ বছর বয়সী রোনালদো সম্প্রতি সিরিয়ান এক বাচ্চা নাবিল সাঈদের স্বপ্ন পূরণ করেছেন। উদ্ধারকারীদের হাতে বেঁচে যাওয়ার পর নাবিল তাঁদের বলেছে, সে রোনালদোর সঙ্গে দেখা করতে চায়।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নাবিলকে সৌদি আরবে আল নাসরের ম্যাচে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়। সেখানে স্বপ্নের তারকার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কিছুক্ষণ সময় কাটানোর সুযোগও পায় নাবিল। পরে সংবাদ সংস্থা রয়টার্সকে সে বলেছে, ‘রোনালদোকে প্রথমে দেখে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। বিশ্বাস হচ্ছিল না। প্রার্থনা করছিলাম স্বপ্নটা যেন না ভাঙে। আমি আশা করি, সবাই যেন রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পায়। সে খুব ভালো মানুষ।’