04/26/2025 ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৩ ০১:৫২
ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওদেসা, পশ্চিমের জাইটোমি থেকে রাজধানী কিয়েভেও হামলা হয়েছে।
খারকিভ ও ওদেসায় চালানো হামলায় বিভিন্ন ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়টি এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
পূর্ব ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এই লড়াই চলার মধ্যেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া।
বাখমুত দখলের লড়াইয়ে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির বেসরকারি সামরিক বাহিনী ভাগনার গ্রুপ। তারা শহরটির পূর্বাঞ্চলীয় অংশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, শহরটি রক্ষায় এখনো অনড় মনোভাব দেখিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।