04/28/2025 পাকিস্তান উসকানি পেলেই হামলা করতে পারে ভারত : মার্কিন গোয়েন্দা সংস্থা
অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৩ ০২:০২
পাকিস্তান যদি উসকানি দেয় তাহলে ভারত তাদের কড়া জবাব দেবে। দরকার পড়লে সামরিক শক্তিও ব্যবহার করবে, এমনটাই জানানো হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রতিবছরই বিশ্বের নানা প্রান্তের এমন ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। সেই প্রতিবেদনেই উঠে এসেছে পাক-ভারত সীমান্তের পরিস্থিতি।
মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করে আসছে পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পালটা সামরিক জবাব দিতে তৈরি আছে ভারত। পাকিস্তান যদি ভারতকে উসকানি দেয়, তাহলে আগের তুলনায় অনেক কড়াভাবে পাল্টা জবাব দিতে পারে তারা।’