10/28/2025 শাকিব খানকে অসম্মান করার যোগ্যতা আমার নেই: পূজা চেরি
অনলাইন ডেস্ক
১০ March ২০২৩ ০২:১৮
চিত্রনায়িকা পূজা চেরি বলেন, জনপ্রিয় নায়ক শাকিব খানকে অসম্মান করার কোনো যোগ্যতা ও অধিকার তার নেই।
শাকিব খানের সিনেমা ‘মায়া’ থেকে সরে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই নায়িকা। ফলে অনেকেই মনে করেন, এতে করে শাকিবকে অসম্মান করা হয়েছে। অনেকের সেই ধারণা ভাঙ্গাতেই পূজা বললেন, 'অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছে। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই।'
পূজা বলেন, ‘আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।’
অনেকেই বলেছেন, পূজাকে শাকিব খান আগেই ‘মায়া’ থেকে বাদ দিয়েছেন। এ বিষয়ে পূজা বলেন, এগুলো অসম্মানজনক কথা। এসব না বলাই ভালো।