04/20/2025 ডাচ-বাংলার ছিনতাই হওয়া টাকার বড় অংশই উদ্ধার
আহসানুল ইসলাম আমিন
১০ মার্চ ২০২৩ ০৬:১০
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে নেয়া ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকার বড় অংশই উদ্ধার করা হয়েছে। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে টাকা বোঝাই তিনটি ট্রাংক উদ্ধার হয়েছে। টাকা ভর্তি বাকি একটি ট্রাংক উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা একটা অংশ উদ্ধার করেছি। কী পরিমাণ উদ্ধার, কোথা থেকে ও কীভাবে উদ্ধার হয়েছে তা পরে জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপি ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ছিনতাইকারীরা টাকা ভর্তি মোট চারটি ট্রাংক ছিনিয়ে নিয়েছিল। তার মধ্যে তিনটি ট্রাংক উদ্ধার করা হয়েছে। খিলক্ষেত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
লা মেরিডিয়ান হোটেলে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার ১০ ঘণ্টার মধ্যে ৯ কোটির বেশি টাকা উদ্ধার করেছি। সিকিউরিটি কোম্পানি ও অন্যদের মিলে ৭ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। জড়িতরা টাকাভর্তি চারটি ট্রাংকের মধ্যে একটি ট্রাংক নিয়ে গেছে। যে গাড়িতে ওরা ছিনতাই করেছিল সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি।’
রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকাবাহী একটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৭টার দিকের ওই ঘটনায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।
তুরাগ থানার এক কর্মকর্তা জানান, উত্তরার দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরে ব্রিজের কাছে একটি গাড়ি থেকে ট্রাংকভর্তি ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত অস্ত্রধারীরা। মাইক্রোবাসটি মিরপুর ডিওএইচএস থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। তিনি জানান, ডাচ-বাংলার টাকা মানি প্লান্ট সিকিউরিটি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী নিয়ে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি হায়েজ মাইক্রোবাসে ৮-১০ জন অস্ত্রধারী টাকা বহন করা মাইক্রোবাসটি থামিয়ে টাকা লুট করে নিয়ে যায়।