04/26/2025 দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন
অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৩ ০৯:১৮
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হতে পারে। বৃহস্পতিবার মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশনের (এমএসিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, মুহিউদ্দিনকে তাঁর সরকারকর্তৃক চালু করা একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তাঁকে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারসংক্রান্ত আইনের অধীন অভিযুক্ত করা হবে।
২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন। গত নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যান মুহিউদ্দিন। এর পর থেকে মুহিউদ্দিন ও তাঁর দলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।
আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছর মুহিউদ্দিন কর্তৃক অনুমোদিত বিলিয়ন ডলারের সরকারি প্রকল্প পর্যালোচনার নির্দেশ দেন। এর মধ্যে কোভিড-১৯ ভুক্তভোগী ব্যক্তিদের সহায়তার বিষয়টিও রয়েছে। অভিযোগ রয়েছে, এ তহবিল অনুমোদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
মুহিউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে এ অভিযোগ আনা হয়েছে।