10/28/2025 নারায়ণগঞ্জে গাইবেন অনুপম রায়
অনলাইন ডেস্ক
১১ March ২০২৩ ০৬:০৭
ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটি ছবি ফেসবুকে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘এই নামলাম। বহুদিন বাদে বাংলাদেশে।’
বিমানবন্দর থেকে সোজা ঢাকার এক হোটেলে উঠেছেন তিনি। রাতে নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করবে তাঁর ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। এ আয়োজনে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নৃত্য পরিবেশনের কথা রয়েছে।
আয়োজকেরা জানান, সাধারণ দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়নি, দর্শক হিসেবে শুধু ক্লাবের সদস্যরা থাকবেন। গান পরিবেশন করে রাতেই ঢাকায় আসবেন অনুপম রায় ও তাঁর ব্যান্ডের সদস্যরা। আগামীকাল সকালে কলকাতায় ফিরে যাবেন তাঁরা।