10/28/2025 জর্ডানের রাজকন্যার জমকালো বিয়ে
অনলাইন ডেস্ক
১৩ March ২০২৩ ২২:৫০
জর্ডানের রাজকন্যা দ্বিতীয় ইমান বিনতে আবদুল্লাহ বিয়ে করেছেন। তাঁর বর জামেল আলেকজান্ডার থারমিওটিস।
জর্ডানের রাজধানী আম্মানের বেইত আল-উরদন প্রাসাদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে হয়।
রাজকীয় এই বিয়েতে ছিল আলোর ঝলকানি, ফুলের সমারোহ। দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিরা বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন।
এমন একটি আয়োজন উপভোগ করার সুযোগ থেকে সাধারণ মানুষ বাদ যাবেন, তা কি হয়! তাই বিয়ের আয়োজনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেলে। টিভির পর্দায় বিশ্বের লাখো দর্শক এই বিয়ে দেখেন।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার বড় মেয়ে ইমান। তাঁর বর জামেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থাপনা অংশীদার।
রাজকীয় এ বিয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জর্ডানের রানি রানিয়া।