04/20/2025 শিক্ষার্থীদের মেস থেকে বের না হওয়ার অনুরোধ মেস মালিক সমিতির
রাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩ ০৬:০৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার (১৪ মার্চ) থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তবে মেসে থাকা শিক্ষার্থীদের মেসের বাহিরে না যেতে অনুরোধ করেছেন রাজশাহী মহানগর মেস মালিক সমিতি।
সোমবার (১৩ মার্চ) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক ওমর শরিফ (রাজিব) ও যুগ্ম-সম্পাদক কায়সান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মেস মালিক সমিতির নেতারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিনোদপুরে স্থানীয়দের সঙ্গে যে গভীর সংকট তৈরি হয়েছে তা আমাদের কারোরই কাম্য নয়। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা নানাভাবে জখম হয়েছে। আবার স্থানীয় দরিদ্র মানুষের একমাত্র উপার্জনের ছোট দোকানটিও পুড়ে গেছে। এ সংঘর্ষে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা হিংস্রতা পরিহার করি। যেন এ সুযোগে অন্য কেউ ফায়দা লুটে নিতে না পারে। ঘোলা পানিতে যাদের মাছ শিকার করা অভ্যাস তাদের সুযোগ না দেওয়াই ভালো।
বিজ্ঞপ্তিতে তাঁরা আরও বলেন, যেসব শিক্ষার্থীরা মেসে অবস্থান করছে তারা যেন বাহিরে বের হওয়া থেকে বিরত থাকে। দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করে অনাকাঙ্ক্ষিত ভাবে বিপদে পড়বে। সেই দায় মেস মালিক সমিতি নেবে না।’
এছাড়াও মেস মালিকদের উদ্দেশ্যে সন্ধ্যার পর মেসের গেট বন্ধ রাখার রাখার আহবান জানিয়েছেন মেস মালিক সমিতি।