10/28/2025 অভিনেতা সমীর খাখর আর নেই
অনলাইন ডেস্ক
১৫ March ২০২৩ ২০:৪৬
আবারও এক ভারতীয় বিনোদন জগতে নক্ষত্রের পতন। মারা গেছেন প্রবীণ অভিনেতা সমীর খাখর।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। অনেক দিন শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার ভাই গণেশ খাখর এই খবর নিশ্চিত করেছেন। সালমান খানের ‘জয় হো’ ছবিতে দেখা যাওয়া সমীর একাধিক অঙ্গের ব্যর্থতার কারণে মারা যান বলেই জানা যাচ্ছে। বুধবার সংবাদ সংস্থা পিটিআই টুইট করেছে, ‘প্রবীণ অভিনেতা সমীর খাখর, নুক্কাদ এবং সার্কাসের মতো টিভি শোতে তাঁর ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত, মাল্টি-অর্গ্যান ফেইলিওরের কারণে ৭১ বছর বয়সে মারা গেছেন।