04/20/2025 দিনব্যাপি কর্মসূচি মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে বঙ্গবন্ধু পরিষদ
আহসানুল ইসলাম আমিন
১৭ মার্চ ২০২৩ ০২:৪১
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস- ২০২৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করবে বঙ্গবন্ধু পরিষদের ।
শুক্রবার ( ১৭ মার্চ ) সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু পরিষদের দিনব্যাপি কর্মসূচির শুরু করা হবে।
এছাড়া সেই দিন বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের তিনতলায় আবদুস সালাম হলে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকারও এই দিনটিকে ‘জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস’ হিসেবে অনেক আগেই ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু তাঁর জন্মদিনে কেক কাটার বিরোধী ছিলেন। তাই বঙ্গবন্ধু পরিষদের এই আয়োজনে কোনো কেক কাটা হবে না, বরং শিশু-কিশোরদের নিয়ে প্রতীকী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে ‘বঙ্গবন্ধু ও জাতিরাষ্ট্রের অভ্যুদয়’ শিরোনামে একটি নাতিদীর্ঘ মূল নিবন্ধ উপস্থাপন করবেন সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য জনাব অজিত সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আরেকজন প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী, কবি ও স্থপতি ইয়াফেস ওসমান।
এছাড়াও এতে সম্মানিত আলোচক হিসেবে অংশ নেবেন - অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মাননীয় উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. জিয়া রহমান, সম্মানিত ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ। অনুষ্ঠানের শেষাংশে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অনুরাগী শিশু-কিশোরবৃন্দ।
এই উভয় অনুষ্ঠানে যোগ দিতে দেশে-বিদেশে পরিষদের সব সদস্য ও শুভানুধ্যায়ীদেরকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক ।
এছাড়াও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করা যাবে । অনুষ্ঠানে যারা অনলাইনে যোগ দিতে চান তাদের জন্য নিচে লিংক দেয়া হলো।
Topic: ১৭ই মার্চের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Join URL: https://bdren.zoom.us/j/65653427415
Session ID: 65653427415
Session Start time: 2023-03-17 15:30:00
Powered by BdREN