11/05/2025 ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের
অনলাইন ডেস্ক
১৭ March ২০২৩ ০৫:০১
ইউক্রেনের অনুরোধের প্রেক্ষিতে দেশটিকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানান। সূত্র:এপি
রাশিয়াি ইউক্রেনে সামরিক অভিযানশুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।