04/20/2025 জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩ ১৮:২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত হয় পুরস্কার বিতরণের এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপ-কমিটির(ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এর বিজয়ী দল ইসলামিক স্টাডিজ বিভাগ ও রানারআপ দল বাংলা বিভাগকে পুরস্কার তুলে দেন অতিথিরা। এবছর অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইসলামিক স্টাডিজ বিভাগের খেলোয়াড় মাহফুজ হাসান প্রীতম এবং সর্বোচ্চ গোলদাতার হিসেবে পুরস্কার পান বাংলা বিভাগের খেলোয়াড় মো. মুরাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার পরিবেশ উন্নত করতে, ফ্যাসিলিটিস বাড়াতে। আপনারা জানেন, আমাদের মাঠ ছিল না, আমরা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ছোটো আকারে হলে মাঠটা করতে পেরেছি। আমরা সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি, ইলেক্ট্রিসিটির ব্যবস্থা করেছি, বসার জায়গার ব্যবস্থা করেছি যেনো আমাদের শিক্ষার্থীরা বসতে পারে ও বিশুদ্ধ খাবার পানি পায়। আমরা দিন দিন এসব বাড়াবো যাতে করে ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়।"
তাছাড়া বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার কামালউদ্দীন আহমদ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ১৭ বছর বয়সের মধ্যে টেবিল টেনিসে, দাবায়, লুডুতে, হ্যান্ডবলে, ক্রিকেটে এবং ফুটবলে কোথায় নাই? সব জায়গায় আছে। এই যে কিছুদিন আগে বঙ্গবন্ধু স্পোর্টস কম্পিটিশন হয়ে গেলো, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামটি সবার আগে উচ্চারিত হয়েছে। এবং মাননীয় মন্ত্রীমহোদয়ের যিনি দায়িত্ব আছেন তিনি নিজেই অভিভূত যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এতো অল্প বয়স, কিন্তু এমন পাবলিক ইউনিভার্সিটি তো এমন অনেক আছে, সেখানেও তো এতো সফলতা দেখি না যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখি। অতএব এখানের ছাত্রছাত্রীরা যদি আরেকটু সুযোগ পেত, তাহলে যে কী করতো, সেটা বুঝাই যাচ্ছে।"
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের (কেরানীগঞ্জ) মাঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রতিযোগিতায় ২টি ইনস্টিটিউট ও ৩৬টি বিভাগসহ মোট ৩৮ টি দল অংশগ্রহণ করে। গত ১৬ই মার্চ বাংলা বিভাগ বনাম ইসলামিক স্টাডিজ বিভাগের ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয় এই প্রতিযোগিতা। ফাইনালে বাংলা বিভাগকে ১:০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইসলামিক স্টাডিজ বিভাগ।