10/28/2025 ইফতার করে অসাম্প্রদায়িকতার পরিচয় দিলেন বিদ্যা সিনহা মিম
অনলাইন ডেস্ক
২৫ March ২০২৩ ১৯:০৬
সনাতন ধর্মালম্বী হয়েও প্রতিবছর রমজানে পরিবারের সাথে ইফতার করেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রি বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এই চিত্রনায়িকা রোজার প্রথম দিন ধানমন্ডিতে তার এক আত্মীয়র বাড়িতে ইফতারের স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।
মিম বলেন, ‘আমাদের এক আত্মীয়ের বাড়িতে ইফতারের দাওয়াত ছিল। বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাদের মা–বাবা ডাকি। তারাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্রিতে তাদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি।
এর মধ্য দিয়ে ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা। ফেসবুকে মিমের শেয়ার হওয়া এই ছবিতে ভক্তদের মধ্যে ও আনন্দ দেখা দিয়েছে।