05/11/2025 অনুশীলনে ছিলেন না সাকিব
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৩ ২২:৫১
অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছিলেন না রোববারের অনুশীলনে।আর সাকিবের পক্ষে আজ অনুশীলন না করার একটি যুক্তি অবশ্য ছিল। রোববারের অনুশীলনটা একদম পুরোদস্তুর সিডিউল সিরিয়াস ও পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন ছিলও না। অনেকটা ঐচ্ছিক অনুশীলনের মত, যার ইচ্ছে এসেছেন।যার ইচ্ছে আসেননি।
ম্যাচ শুরুর আগের দিনের অনুশীলনটা হলো কিছুটা ঢিলেঢালা।প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে কিনা? কিন্তু সাকিবদের কি এটি জানা নেই যে, টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড যথেষ্ট শক্তিশালী।যেহেতু অধিনায়ক সাকিব অনুশীলনেই আসেননি, তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাগতিকদের হয়ে অফিসিয়াল প্রেস মিটে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল।ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে খেলা।উজ্জীবিত সাকিব বাহিনী টি-টোয়েন্টিতে জয়রথ ধরে রাখতে চায়।