04/21/2025 আগামীকাল সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৩ ২৩:৪৭
রমজান মাসে নতুন সময়সূচিতে চলবে রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রথম রোজা থেকে এই সময়সূচি চালু হয়। তবে এবার রমজান সরকারি ছুটির দিন (শুক্রবার) শুরু হয়। শুক্র-শনি সরকারি ছুটি শেষে আজ রবিবার মহান স্বাধীনতা দিবসের ছুটিতে সকল প্রতিষ্ঠান।এতে আগামীকাল সোমবার থেকে রমজানের নতুন সময়সূচিতে চলবে অফিস।