05/17/2025 বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
odhikar patra
২৭ মার্চ ২০২৩ ০৬:৪৪
বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসলাম ঠাকুরগাঁও জেলার সদর উপজেকার পারপুগী এলাকার মৃত সোবাহানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শিববাটি এলাকায় আবুল কাশেমের নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনা করতেন ইসলাম উদ্দিন৷ দুপুর সোয়া ১২টার দিকে ইসলাম কাজ দেখার জন্য ২য় তলার ছাদে উঠেন। সেখানে হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।।