04/19/2025 বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতা দিবসের আলোচনা সভার সময় পরিবর্তন
odhikar patra
২৮ মার্চ ২০২৩ ০৫:৩৪
ঢাকা, ১৩ চৈত্র ১৪২৯, ২৭ মার্চ ২০২৩,নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু পরিষদের স্বাধীনতা দিবসের আলোচনা সভার তারিখ ও দিন অপরিবর্তিত রেখে সময় পরিবর্তন করা হয়েছে বলে এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন,
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশেও সাবধানতা হিসেবে সম্ভাব্য ক্ষেত্রে কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইফতার মাহফিল বাতিল করে বেঁচে যাওয়া সেই টাকা দিয়ে গরিব-দুস্থদের মাঝে ইফতার বা খাদ্যসামগ্রী কিনে বিতরণ করার আহ্বানের সাথে আমরা বঙ্গবন্ধু পরিষদও একাত্ম। সেই সূত্রে বঙ্গবন্ধু পরিষদের আগামী বুধবারে, ১৫ চৈত্র ১৪২৯ / ২৯ মার্চ ২০২৩ আহূত স্বাধীনতা দিবসের আলোচনা সভা-পরবর্তী ইফতার অনুষ্ঠানটি বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতির পরামর্শ অনুযায়ী বাতিল করা হলো।
সেই সাথে এই আলোচনা সভাটির স্থান, দিন ও তারিখ অপরিবর্তিত রেখে শুধু সভা অনুষ্ঠানের সময়টিকে এগিয়ে আনা হলো। এখন এই সভাটি বিকেল চারটার পরিবর্তে সেই দিন সকাল ১১টায় পানি ভবনেই অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
“বঙ্গবন্ধু: স্বাধীনতা, অগ্রগতি, সমৃদ্ধি” শীর্ষক এই আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন —
১) বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত সাংবাদিক ও লেখক এবং সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব।
২) বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ, মহান মুক্তিযুদ্ধকালে ক্র্যাক প্লাটুনের অন্যতম গেরিলা, প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র পরিচালক, ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা।
৩) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য।
৪) বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), নিরাপত্তা বিশ্লেষক, মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার বক্তা ও গ্রন্থ প্রণেতা।
সবাইকে সবান্ধবে এই আলোচনা সভায় যোগ দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইতোপূর্বে প্রচারিত আমন্ত্রণ পত্রটি প্রত্যাহার করা হলো এবং পরিবর্তিত নতুন আমন্ত্রণ পত্রটি ই-কার্ড আকারে এই সাথে সংযোজিত হলো।
দেশ-বিদেশ থেকে যারা অনলাইনে এই আলোচনায় যোগ দিতে চান তাদের জন্য অনুষ্ঠানের লিংক নিচে দেয়া হলো —
Topic: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ২০২৩
Join URL: https://bdren.zoom.us/j/67798309294
Session ID: 67798309294
Session Start time: 2023-03-29 11:00:00
Powered by BdREN