04/23/2025 কলকাতার নতুন অধিনায়ক নীতিশ রানা
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৩ ১৮:৫৩
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন অধিনায়ক নীতিশ রানা।অতীতে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।সেই বিতর্কিত ক্রিকেটারকেই বেছে নিল কেকেআর।দলটি সোমবার এ ঘোষণা দেয়।-খবর আনন্দবাজারের।
গত মৌসুমের আইপিএলে কেকেআরের নেতৃত্ব দেন শ্রেয়াস আইয়ার।চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় সমস্যায় ফেলে দেয় দলটিকে।আনন্দবাজারের খবরে বলা হয়, অধিনায়কত্বের তালিকায় অনেকেই ছিলেন।যেমন- উইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল, বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস।সবাইকে টপকে শ্রেয়াস আইয়ারের বদলি অধিনায়ক হিসাবে নীতিশ রানাকে বেছে নিল কলকাতা।
কেকেআরের পক্ষ থেকে বলা হয়েছে, নীতিশের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে।তাই তার ওপরে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।