04/20/2025 ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ১০:৩২
ব্যাচেলরস অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদনের শেষ সময় ৮ এপ্রিল শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।ফি জমাদানের শেষ তারিখ ৯ এপ্রিল রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।