04/20/2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল থেকে বহিষ্কার হলেন ড. মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৩ ০০:০৯
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে বহিষ্কার হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সাদা দল সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুরের বিরুদ্ধে ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি, সাদা দলের সদস্য ড. জাহাঙ্গীর আলম চৌধুরীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে।ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অধ্যাপক মিজানুরকে সাদা দল থেকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়েছিল।এবার তাকে সাদা দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।