04/23/2025 দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৩ ০১:০০
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে পুরোপুরি সফল বাংলাদেশ দল। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন টাইগাররা।সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি বুধবার ব্যাট হাতে সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ৩৩৫ রান। টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম (১২৬)।
দারুণ ব্যাটিংয়ের পরও দিনের একিবারে শেষ মুহূর্তে ১৩ রানে আয়ারল্যান্ডের ৪ উইকেট শিকার করে সফরকারীদের বিপদে ফেলে দেন দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।
দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭ রান।ইনিংস পরাজয় এড়াতে হলে বৃহস্পতিবার আইরিশদের আরও ১২৮ রান করতে হবে।