04/21/2025 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্তনাদ থামছে না
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৩ ১০:৪০
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পরও আর্তনাত থামছে না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সর্বস্বান্ত ব্যবসায়ীদের অনেকেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাঁদছেন। সেখান থেকে তারা পোড়া ও অর্ধেক পোড়া এবং অক্ষত মালামাল সরাচ্ছেন। কেউ কেউ ভবনের ওপর থেকে মালামাল ফেলছেন, আবার কেউ মাথায় করে নিচে নিয়ে আসছেন। তবে অধিকাংশ কাপড়ই পুড়ে গেছে। ব্যবসায়ীদের ফেলে রাখা পোড়া কাপড়ের স্তূপ জমছে এনেক্সকো ভবনের সামনে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, আদর্শ মার্কেটের প্রথম ফ্লোরে আমার দুটি দোকান ছিল। দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল। কিছুই বের করতে পারিনি।
এদিকে বঙ্গবাজার মার্কেটের এক পাশের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। বঙ্গবাজার মার্কেট এবং এনেক্সকো টাওয়ারের সামনে দিয়ে কেউই প্রবেশ করতে পারছেন না। শাহবাগ থানা পুলিশ এসে সবাইকে সরিয়ে দিয়ে মার্কেট এলাকায় সর্বসাধারণের যাতায়াত সীমিত করেছে।