04/23/2025 ঘরের মাঠে জিরোনার বিপক্ষে ড্র করল বার্সেলোনা
স্পোর্ট ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৭:১৭
ম্যাচ জুড়ে রাজত্ব করলও জিরোনার রক্ষণে ফাটল ধরাতে পারেনি বার্সেলোনা। দারুণ সব সেভে গোলরক্ষক পাওলো গাজ্জানিগা হতাশ করলেন রাফিনহা, রোনালদ আরাউহো, গাভিদের। ফলে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হলো কাতালানদের।
সোমবার রাতে কাম্প ন্যূয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
আসরে ২৮ ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের এটি তৃতীয় ড্র। ২৩ জয়ের পাশাপাশি দুটি হারের স্বাদ নিয়েছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট সমান ম্যাচে ৩৫।
এই ড্রয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচ খেলা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৫৯। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।