04/23/2025 আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের
স্পোর্ট ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩ ২০:৩৯
ম্যাচে গোল হয়েছে চারটি, চারটি গোলই করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও জয়বঞ্চিত রেড ডেভিলরা। প্রতিপক্ষের জালে দু’টি গোল দিলেও বাকি দু’টি গোল হয়েছে আত্মঘাতী। ফলে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।
ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার সেভিয়ার মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানেই এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় ইউনাইটেড। ২১ মিনিটের মাঝে মার্সেল সাবিৎজারের জোড়া গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে তারা। ড্র করতে হয় নিজেদের ভুলে, শেষ সময়ে দুই দফায় বল নিজেদের জালে ঠেল।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক ম্যাচে দু’টি আত্মঘাতী গোল হজম করল ইউনাইটেড। এর আগে ২০১৯ সালে এই তেতো স্বাদ পেয়েছিল চেলসি, সেবারও তাদের প্রতিপক্ষ ছিলেন টেন হাগ। তবে তার দল ছিল আয়াক্স আমস্টারড।