04/23/2025 কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে লিটনের
স্পোর্ট ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩ ২০:১৮
দুই হার ও দুই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার বিকাল ৪টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
কলকাতা এবার দলে নিয়েছে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে। কিন্তু টুর্নামেন্টে এখনো অভিষেক হয়নি তার। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় মুম্বাইয়ের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার পরিবর্তে সুযোগ মিলতে পারে লিটনে।
আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা যখন প্রবল, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন লিটন। সেই ছবিতে লিটনকে কী যেন পরামর্শ দিচ্ছেন দলটির কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেই ছবির ক্যাপশনে লিটন লেখেন— ‘নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!’