04/23/2025 ঈদের জন্য সুদানে তিন দিনের যুদ্ধবিরতি
অনলাইন ডেস্ক
২২ এপ্রিল ২০২৩ ১৭:৫৩
সুদানে সেনাবাহিনীর সঙ্গে চলমান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের এই যুদ্ধ বিরতি শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৬ থেকে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সঙ্গে চলমান যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করার আবেদন জানান তিনি।
উল্লেখ্য, ক্ষমতার দ্বন্দ্বে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর এই লড়াইয়ে গত এক সপ্তাহে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া ১০ থেকে ২০ হাজার নাগরিক বিশেষ করে নারী ও শিশু প্রতিবেশী দেশ চাঁদে পাড়ি দিয়েছে।