04/23/2025 অধিনায়ক ওয়ার্নার কে সরিয়ে দিতে চান সুনীল গাভাস্কার
স্পোর্ট ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩ ০২:০০
টানা পাঁচ ম্যাচে হারের পর দুটি জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবু দলের অবস্থা সুবিধার নয়। তারকাবহুল দল, তার চেয়েও তারকাবহুল কোচিং স্টাফ নিয়েও দিল্লি সেরা পারফর্ম করতে পারছে না। এমন অবস্থায় দলের অধিনায়ক বদলের পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। তার মতে, ডেভিড ওয়ার্নারকে সরিয়ে অক্ষর প্যাটেলকে দিল্লির অধিনায়ক করা উচিত।
চলতি আসরে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। তার স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপক। পাশাপাশি তার ক্যাপ্টেন্সির ওপরেও আস্থা রাখতে পারছেন না গাভাস্কার। ভারতের এই কিংবদন্তি ওপেনার বলেছেন, 'আমার মনে হয় অক্ষর প্যাটেলকে অধিনায়ক করা উচিত ছিল। খুব সৎ ক্রিকেটার। ছন্দে আছে। আইপিএলে অক্ষর অধিনায়ক হলে ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। আগামী দিনের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।