04/23/2025 রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার গোল উৎসব
স্পোর্ট ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩ ১৮:১৬
স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিপক্ষের বিপক্ষে গোল উৎসব করেছে দুই দলই। আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন করিম বেনজেমা, মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। শেষ দুই ম্যাচে ছিলেন বিশ্রামে, ফেরার ম্যাচটা হ্যাটট্রিক দিয়েই রাঙালেন এই ব্যালন ডি ওর জয়ী তারকা। তার হ্যাটট্রিকে শনিবার আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি করেন রদ্রিগো।
অন্যদিকে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা।৪-০ গোলের জয়ের ফলে লা লিগার শিরোপার দৌঁড়ে আরো এগিয়ে গেল বার্সা। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগায় তালিকার শীর্ষে আছে জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।