04/21/2025 এবারের ঈদ যাত্রায় রেলের আয় ৬ কোটি ৭১ লাখ
অনলাইন ডেস্ক
১ মে ২০২৩ ০২:৪৯
এবারের ঈদুল ফিতর উপলক্ষে শতভাগ অনলাইনে টিকিট বিক্রয়ের ফলে টিকিট ক্রয়ে ভোগান্তি কম হয়েছে। শিডিউল বিঘ্ন না ঘটায় ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হয়েছে।
এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে পাঁচ দিনে (১৭ থেকে ২১ এপ্রিল) যাত্রী পরিবহন করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৭৩ জন এবং আয় হয়েছে ছয় কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।