04/23/2025 আসন্ন আফগান সফরে এক টেস্ট বাতিল করেছে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
১ মে ২০২৩ ২১:১৮
দারুণ ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। আফগানদের আসন্ন সফরটিতে দুইটি টেস্ট খেলার কথা ছিল।তবে নভেম্বরে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে সাদা বলকে গুরুত্ব দিতে একটি টেস্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে আমরা একটি টেস্ট ম্যাচ খেলব। সিরিজে দুটি টেস্ট ম্যাচ ছিল।কিন্তু ব্যস্ত সূচির (বিশ্বকাপের আগে) কারণে একটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া টেস্টটি আমরা অন্য কোনো সময় খেলব, আপাতত একটা টেস্ট খেল।