04/18/2025 অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০১৭ ২০:০৯
নানা আয়োজনে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত হয়েছে। ২০০৭ সালের আগস্টের এই দিনে (২৩ আগস্ট) সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালো ব্যাজ ধারণ করেন। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকবৃন্দের’ ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, ২০০৭ সালে ২০-২৩ আগস্টে তৎকালীন সেনাবাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গায়ে হাত তোলা ও অগণতান্ত্রিক শক্তি তথা তত্ত্বাবধায়ক সরকারের আড়ালে চলা সেনা শাসনের প্রতিবাদে গর্জে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও দেশের সাধারণ জনতা। আর তত্ত্বাবধায়ক সরকারের মসনদ ঠেকাতে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। কিন্তু সে সময় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। তাদের ষড়যন্ত্র শক্তভাবে প্রতিহত করেছিল শিক্ষক-ছাত্র সমাজ। ভবিৎষতে এ ধরণের অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে। তারা চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমিয়ে রাখতে পারলে দেশকে দমিয়ে রাখা যাবে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। তাদের ষড়যন্ত্র শক্তভাবে প্রতিহত করেছে শিক্ষক-ছাত্র সমাজ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সব ধরণেল দ্বিধাবিভক্তির রাজনীতি থেকে বের হতে হবে। এর মধ্যে যারা এখনো পাকিস্তানের প্রেতাতœার গুণগান করছেন তাদেরকে প্রতিহত করতে হবে।