04/22/2025 আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা
অনলাইন ডেস্ক
৪ মে ২০২৩ ০২:৪৫
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি বিমান গাজার দুটি স্থানে আঘাত হানে।
এর আগে আদনানের মৃত্যুর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে সশস্ত্র সংগঠন হামাস। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে শত শত মানুষ আদনানের মৃত্যুর প্রতিবাদ ও শোক প্রকাশে রাস্তায় নামে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে। এতে ২৫ বছর বয়সী এক বিদেশি নাগরিকসহ তিনজন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে।