কয়েক দিনের বন্যায় আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল নতুন করে ৫৫ জনের মৃত্যুর হয়েছে।
বুধবার রুয়ান্ডা সরকারের মুখপাত্র ইয়োলান্দে মাকোলো আল জাজিরাকে বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গত রাতে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
অপরদিকে রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হেবিতেগেকো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে।