ইউক্রেনকে তিন হাজার কোটি ডলারের অস্ত্র দিতে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার অত্য়াধুনিক রকেট, হাউইটজার কামান, গোলা পাবে ইউক্রেন। । এছাড়া হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া য়ায় এমন রকেটও দেয়া হবে।
মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এই সব অস্ত্র পৌঁছে যাবে। এ