04/23/2025 উত্তপ্ত ভারতের মণিপুর ‘দেখামাত্র গুলির’ আদেশ
অনলাইন ডেস্ক
৫ মে ২০২৩ ০৫:২২
ভারতের মণিপুর রাজ্যে আদিবাসীদের বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। ‘আসাম রাইফেল’ আন্দোলন দমনে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী। রাজ্য সরকার এবার দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছে।
গতকাল বুধবার অন ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মনিপুরের ডাকে বড়সড় জমায়েত হয়। এরপর আজ বৃহস্পতিবার সতর্কতার সব উপায় ব্যর্থ হলে চরমতম পরিস্থিতিতে দেখামাত্র গুলির নির্দেশনা জারি করে মণিপুর রাজ্য কর্তৃপক্ষ।
মণিপুরের একটি বড় অংশের মানুষ মৈতেই জাতিভুক্ত। কিন্তু পাহাড়ি ওই এলাকায় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সেই কারণে নিজেদেরকে ‘শিডিউলড ট্রাইবস’ করার দাবি জানিয়েছেন মেইতিরা।